নিজেকে খুঁজে চলেছি।

মাঝে মাঝে কিসব যেন চিন্তা হয়। চিন্তা গুলোকে অক্ষরে গেঁথে রেখে দিতে ইচ্ছেও হয়।

সেসব নিয়েই এলোমেলো আমার এই চিন্তাঘর।

আজকালকার কথা

জন্মদিনঃ আমার লিপ-ইয়ার লিপি

সৌভাগ্য না দূর্ভাগ্য জানি না, মরতে মরতে জন্মেছি লিপ-ইয়ারের লিপ-ডে'তে। চার-বছরে একটা করে জন্মদিন পাই। দূর্লভ সেই দিনগুলোর ভাল-মন্দ স্মৃতির গল্পগুলো নিয়ে আমার লিপ-ইয়ার লিপি।

গেবন

2020-03-03

9 Min. Read

আমার আমি

Picture of Faahim
An overlay of cat whiskers drawn over the picture of Fahim

আমি ফাহিম

পরিচয় জিনিসটা আমার কাছে খুব জটিল মনে হয়। ফাহিম শুধুই আমার নাম। ফাহিম না হয়ে গাহিম, কাহিম, মাহিম, ষাঁহিম — যেকোন কিছুই হতে পারত। আমার নামের সাথে তাই আমার সম্পর্ক ঠিক কতখানি, তা আমি নিশ্চিত নই।

শুধু নামই বা কেন, ব্যাক্তিগত যেসব তথ্য দিয়ে আমরা পরিচয় আদান-প্রদান করি, তার সবই আমার কেমন খাপছাড়া লাগে। আমি কোথায় থাকি, কোন কোম্পানির কাছে অর্থের মূল্যে অমূল্য সময় বিক্রি করি, কোন ইউনিভার্সিটিতে শিক্ষিত হবার নাম করে সমাজের চোখ ফাঁকি দিয়েছি, এসবের কোন কিছু দিয়ে কি আমাকে চেনা যাবে আদেও? তাই কেউ যখন আমার পরিচয় জিজ্ঞেস করে, বা নতুন প্রোফাইল তৈরির পর সাইট গুলো যখন ছোট্ট করে নিজের ব্যাপারে কিছু বলতে বলে, আমি ভেতরটাতে একটু একটু ক্ষয়ে যাই আর ভাবি, আমি আসলে কে!?

তবে গুরুত্বপুর্ন ব্যাপার হল আমি খুবই সুখী মানুষ। জীবন নিয়ে আমার অপার আগ্রহ। অনেক অনেক ইচ্ছা, স্বপ্ন আর কৌতূহল। হাসি খুব সস্তায় বিকোয় আমার পৃথিবীতে।

যোগাযোগ

খানিকটা ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, গর্তে লুকিয়ে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ হয়। কিন্তু মনে মনে ঠিকই লোভ করি আর ভাবি, বাইরে না জানি কত আলো!

কোন লিখার ব্যাপারে জিজ্ঞাসা, পরামর্শ বা সংশোধনী থেকে শুরু করে চা'য়ে আপনার বিস্কুট ডুবে যাবার কষ্ট, যেকোন ব্যাপারে আমার জন্য দুটো লাইন ফেলে যেতে দ্বিধা করবেন না। আপনার চিঠি আমার গর্তে একবিন্দু আলো হয়ে জ্বলে উঠবে। 🙂